আল-ওয়াহিদ, আল-আহাদ: আল্লাহ এক ও একক

আল্লাহ এক ও একক।

আল্লাহ এক ও একক।

নিশ্চয় আল্লাহ এক ও একক

হে একক সত্তার অধিকারী! একক নাম ও গুণাবলীর অধিকারী!

আমরা আপনার কাছে প্রার্থনা করি একনিষ্ঠতা, ভালবাসা ও আশার। হে একক! হে অমুখাপেক্ষী।

তিনি একক।

সত্তা, নামসমূহ ও গুণাবলীতে তিনি এক। তাঁর সমকক্ষ ও সাদৃশ্য কিছু নেই। তাঁর দৃষ্টান্ত ও উপমা নেই।{আপনি কি তাঁর সমনাম কাউকে জানেন?}[সূরা: মারইয়াম, আয়াত: ৬৫]

তিনি একক।

উপাস্য ও ইবাদাতযোগ্য প্রভুত্বে তিনি একক। একমাত্র তিনিই ইবাদাতের যোগ্য। কম বা বেশি সর্বপ্রকার ইবাদাত একমাত্র তাঁরই জন্য করা হবে।

তিনি একক।

যিনি ঈপ্সিত একক; উপাস্য, প্রতিপালক। অন্তরের অন্তস্থল তাঁর সাক্ষ্য দেয়। আর দৃষ্টিসমূহ গায়েবের মালিক সেই মহান আল্লাহর দিকেই চেয়ে থাকে।

তিনি এক, একক।

আল্লাহ এক, তাঁর কোন শরীক নেই’ একথার স্বীকৃতিদানের প্রকৃতি দিয়েই আল্লাহ তা'আলা তাঁর বান্দাকে সৃষ্টি করেছেন। সুতরাং তিনি ছাড়া আর এমন কেউ নেই যার কাছে আশ্রয় নিলে বান্দা সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

নিশ্চয় তিনি আল্লাহ এক, অদ্বিতীয়।

তিনি এক, অদ্বিতীয়। যিনি তাঁর সকল পূর্ণতাসহ একক। যার মধ্যে কোন অংশীদারের অংশীদারিত্ব নেই। বান্দার জন্য অবশ্যকর্তব্য হলো অন্তরে, মুখে ও কর্মে আল্লাহকে এক বলে স্বীকার করা। আল্লাহর পূর্ণতা ও একত্ববাদের সাক্ষ্য দেয়া। সকল ইবাদাতের উপযুক্ত শুধু তাঁকেই মনে করা।

Tags: