আন্-নূর: আল্লাহ আলোকময় সত্তা

আল্লাহ আলোকময় সত্তা।

আল্লাহ আলোকময় সত্তা।

নিশ্চয় আল্লাহ আলোকময় সত্তা। {আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি}[সূরা: আন-নূর, আয়াত: ৩৫]

তিনি আলো।

তিনি ঐ সত্তা যিনি তাঁর পরিচয় প্রাপ্তদের অন্তরকে নূরান্বিত করেছেন এবং পথপ্রদর্শনের মাধ্যমে তাদের আত্মাকে আলোকিত করেছেন।

তিনি আলো।

তিনি তাঁর নূর দ্বারা অন্ধকার দূরীভূত করেছেন ও নভোমণ্ডল-ভূমণ্ডলকে আলোকিত করেছেন। তাঁকে অন্বেষণকারীদের পথ ও অন্তরকে আলোকজ্জ্বল করেছেন।

আল্লাহ, তিনি আলোকময়। তাঁর পর্দা হলো নূরের। যদি তা উন্মোচন করেন, তবে দৃষ্টির সীমার মধ্যে যা কিছু রয়েছে, তার সবকিছুকে জ্বালিয়ে ভস্ম করে দিবে।

নিশ্চয় তিনি আল্লাহ- আলোকময় সত্তা।



Tags: