আশ্-শাকুর,আশ্-শাকের,: আল্লাহ পুরস্কার দাতা-গুণগ্রাহী

আল্লাহ তায়ালা পুরস্কার দাতা এবং গুণগ্রাহী।

আল্লাহ তা'আলা পুরস্কার দাতা এবং গুণগ্রাহী।

নিশ্চয়ই আল্লাহ তা'আলা পুরস্কার দাতা এবং গুণগ্রাহী।

নিশ্চয়ই আল্লাহ তা'আলা গুণগ্রাহী। আল্লাহ তা'আলা বলেন: {তবে আল্লাহ তা’আলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।}[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ১৫৮।]

{নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।}[সূরা: ফাতির, আয়াত: ৩৪]

মহান আল্লাহ সামান্য কাজেরও পুরস্কার দেন। ভুল বেশি হলেও ক্ষমা করেন। একনিষ্ঠভাবে আমলকারীদের সওয়াব তিনি বাড়িয়ে দেন।

আল্লাহ গুণগ্রাহী।

কৃতজ্ঞতা প্রকাশকারীদের দান করেন। প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন। যে স্মরণ করে তিনি তাকে স্মরণ করেন। সুতরাং কৃতজ্ঞদের পুরস্কার মর্যাদা বৃদ্ধি, অকৃতজ্ঞদের জন্য লাঞ্চনা অবধারিত। আল্লাহ তা'আলা বলেন: {যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।}[সূরা: ইবরাহিম, আয়াত: ৭।]

নিশ্চয় তিনি আল্লাহ পুরস্কারদাতা, গুণগ্রাহী।



Tags: