আল-কারীব: আল্লাহ নিকটবর্তী

আল্লাহ- নিকটবর্তী।

আল্লাহ নিকটবর্তী।

নিশ্চয় আল্লাহ তা'আলা নিকটবর্তী।

হে ঐ সত্তা! যিনি তাকে আহবানকারীর নিকটবর্তী। হে ঐ সত্তা! যিনি তাঁর নিকট প্রত্যাশী ব্যক্তির নিকটবর্তী।

হে ঐ সত্তা! যিনি তাঁর কাছে প্রার্থনাকারীর নিকটবর্তী। হে ঐ সত্তা! যিনি আমাদের নিকটবর্তী। হে ঐ সত্তা! যিনি আমাদের স্নায়ুতন্ত্রের (সুষুম্নার) চেয়েও নিকটবর্তী।

হে নিকটবর্তী সত্তা! আপনার কালামের মাধ্যমে ও আপনার বন্ধুত্বের মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ তা'আলা বলেন: {আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত: আমি রয়েছি সন্নিকটে} [সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ১৮৬]

তিনি অতি নিকটবর্তী

তিনি তাঁর ইলম ও অবগতির কারণে মহাউচ্চতার ক্ষেত্রে নিকটবর্তী।

তিনি অতি নিকটবর্তী,

ঐ ব্যক্তির, যে তাঁকে ডাকে। তিনি দান করেন ও অনুগ্রহ করেন। উঁচু করেন, প্রকাশ করেন এবং তিনি নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেন।

তিনি অতি নিকটবর্তী,

ঐ ব্যক্তির, যে তাঁর প্রতি ধাবিত হয়েছে এবং তাঁর সাথে সম্পর্ক স্থাপন করেছে। তিনি গোনাহ মার্জনা করেন এবং তওবা কবুল করেন।

তিনি অতি নিকটবর্তী:

তিনি এমন বিষয় কবুল করেন যার দ্বারা বান্দা তাঁর নৈকট্য অর্জন করে। বান্দা তাঁর যতখানি নিকটবর্তী হয়, তিনি তার ততখানি নিকটবর্তী হন।

তিনি অতি নিকটবর্তী:

বান্দাদের অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবগত। তিনি ইলম ও আয়ত্ব দ্বারা সকলকে পরিবেষ্টন করে রেখেছেন এবং কোন কিছুই তাঁর কাছে গোপন নয়।

তিনি অতি নিকটবর্তী,

তাঁর সাহায্য-অনুগ্রহ, সংরক্ষণ এবং সমর্থনের দিক থেকে। আল্লাহর এ ধরণের নৈকট্য শুধু তাঁর বিশিষ্ট বান্দাদের জন্য প্রযোজ্য।

তিনি অতি নিকটবর্তী,

বান্দাগণ তাদের সকল আশা-আকাঙ্খা পূরণের জন্য আল্লাহর প্রতি ধাবিত হয়। আল্লাহ তা'আলা বলেন: {আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি} [সূরা: আল ওয়াকিয়াহ, আয়াত: ৮৫]

তিনি অতি নিকটবর্তী,

আত্মাসমূহ তাঁর নৈকট্যের অনুভূতিতে আপ্লুত হয় এবং তাঁর স্মরণে উৎফুল্ল হয়।

নিশ্চয় তিনি আল্লাহ অতি নিকটবর্তী।

'আলক্বারীব' ঐ সত্তা যিনি তাঁর জ্ঞান, পরিবেষ্টন, পর্যবেক্ষণ ও প্রত্যক্ষকরণের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির নিকটবর্তী।

Tags: