আল-আ'জীজ: আল্লাহ পরাক্রমশালী

আল্লাহ পরাক্রমশালী।

আল্লাহ পরাক্রমশালী।

নিশ্চয় তিনি আল্লাহ, পরাক্রমশালী।{নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়}[সূরা: আনফাল, আয়াত: ৬৭।]

আল্লাহ পরাক্রমশালী, মহা শক্তিধর, প্রাধান্য বিস্তারকারী।

কোন বলবানের বল যার কোন ক্ষতি করতে পারে না। কোন ক্ষমতাশালীর দাপট যাকে অক্ষম করতে পারে না। তিনি সুউচ্চ, সর্বজ্ঞ, তিনিই পরাক্রমশালী।

তিনি পরাক্রমশালী।

তাঁর মর্যাদা পরিপূর্ণ। সব কিছুই তাঁর সামনে তুচ্ছ ও নত। তাঁর সামনে সব শক্তিশালীই দুর্বল। তিনি ছাড়া সব কিছুই নগণ্য। সব সৃষ্টিজীবই হীন।

তিনি প্রতাপশালী।

তিনি যাকে ইচ্ছা মর্যাদা দেন। যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কল্যাণ তাঁর হাতেই। মহান আল্লাহ বলেন: {সমস্ত সম্মান আল্লাহর জন্যই নির্ধারিত।}[সূরা: ইউনুস, আয়াত: ৬৫]

সুতরাং গোত্রে বা বংশে কোন গৌরব নেই। সম্পদে বা উপকরণে কোন সম্মান নেই। সম্মান একমাত্র আল্লাহর হাতে এবং তাঁর থেকেই সম্মান আসে।

তিনি পরাক্রমশালী।

সম্মান একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মান বৃদ্ধিও তাঁর অনুগ্রহেই হয়। তাই শুধু আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া উচিত। মর্যাদা পেতে চাইলে খাঁটি দিলে আল্লাহর প্রতিই মনোনিবেশ করা উচিত। আল্লাহ তা'আলা বলেন: {শক্তি তো আল্লাহ তাঁর রাসুল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না।}
[সূরা: আল-মুনাফিকুন, আয়াত: ৮।]

নিশ্চয় তিনি আল্লাহ, পরাক্রমশালী।

তিনি পরাক্রমশালী। গৌরব পুরোটাই যার, শক্তি ও দাপটের গৌরবের অধিকারী যিনি, তিনি পরাক্রমশালী। সৃষ্টির অন্য কারো জন্য এ গৌরব অর্জন অসম্ভব। তিনি বিদ্যমান সকল বস্তুকে বশে রাখেন আপন ক্ষমতাবলে। সৃষ্টিজীব তাঁর সামনে নতি স্বীকার করে। তাঁর বড়ত্বের সামনে অবনত হয়।

Tags: