আর-রজ্জাক্ব: আল্লাহ রিযিকদাতা

আল্লাহ রিযিকদাতা।

আল্লাহ রিযিকদাতা।

নিশ্চয় তিনি আল্লাহ রিযিকদাতা। {আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত}
[সূরা যারিয়াত, আয়াত: ৫৮।]

তিনি রিযিকদাতা।

তাঁর হাতেই বান্দার জীবিকা ও রিযিক। মহান আল্লাহ যাকে ইচ্ছা প্রশস্ত রিযিক দেন। যাকে চান সঙ্কীর্ণ করে দেন। তাঁর হাতেই সব কিছুর পরিচালনা এবং আসমান ও জমীনের ক্ষমতা। আল্লাহ তা'আলা বলেন: {আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়।}[সূরা হুদ, আয়াত: ৬]

এবং আল্লাহ তা'আলা বলেন: {এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।}[সূরা: আল-আনকাবুত, আয়াত: ৬০।]

আল্লাহ তা'আলা বলেন: {নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন। তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত,-সব কিছু দেখছেন।}
[সূরা: আল-ইসরা, আয়াত: ৩০।]

আল্লাহ তা'আলা বলেন: {আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুযী দান করেন।}
[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ২১২]

তিনি রিযিকদাতা।

সকল মানুষ অভাবী, তার ও তার রিযিকের মুখাপেক্ষী। আল্লাহ নেককার ও বদকার এবং পূর্ববর্তী ও পরবর্তী সবাইকে রিযিক দেন।

তিনি রিযিকদাতা।

যে তাঁর প্রতি পরিচ্ছন্ন হ্রদয় ও পরিচ্ছন্ন অন্তর নিয়ে প্রার্থনায় অগ্রসর হয়, তিনি তাকে পরিপূর্ণ রিযিক ও অনুগ্রহ দান করেন। যে চায় তাকে তিনি জ্ঞান ও ঈমানের খোরাক দান করেন। যে প্রার্থনা করে তাকে তিনি হালাল রিযিক দান করেন। যা অন্তরের সততা ও ধর্মের নিষ্কলুষতা অর্জনে তাকে সাহায্য করে।

নিশ্চয় আল্লাহ রিযিকদাতা।



Tags: