আল-হাসীব, আল-কাফী: আল্লাহ হিসাব গ্রহণকারী-যথেষ্ট

আল্লাহ হিসাবগ্রহণকারী, তিনি সকলের জন্য যথেষ্ট।

আল্লাহ হিসাবগ্রহণকারী, তিনি সকলের জন্য যথেষ্ট।

নিশ্চয়ই আল্লাহ হিসাবগ্রহণকারী, তিনি সকলের জন্য যথেষ্ট।

আল্লাহ সৃষ্টিজীবের হিসাবগ্রহণকারী, তিনি সর্ববিষয়ে তাদের জন্য যথেষ্ট। {আল্লাহ কি তাঁর বান্দার পক্ষে যথেষ্ট নন?}
[সূরা: আয-জুমার, আয়াত: ৩৬]

'আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি উত্তম কর্মবিধায়ক।' আল্লাহর খলীল ইবরাহীম আ. যখন আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন তখন উক্ত বাণীটি তাঁর মুখ থেকে নিঃসৃত হয়। ফলে আগুন তাঁর জন্য শান্তিদায়ক ঠাণ্ডা হয়ে যায়। নিম্নোক্ত আয়াতে কারীমার প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামও এউক্তিটি করেছিলেন: {তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ-সরঞ্জাম।}[সূরা: আলে ইমরান, আয়াত: ১৭৩]

একথা শুনে তারা বলেছিলেন: {আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী। অতঃপর ফিরে এল মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল।}
[সূরা: আলে ইমরান, আয়াত: ১৭৩- ১৭৪]

তিনি হিসাব সংরক্ষণকারী। আপন বান্দাদের সম্পর্কে সম্যক জ্ঞাত। ভরসাকারীদের জন্য যথেষ্ট। নিজ প্রজ্ঞার আলোকে এবং বান্দাদের ক্ষুদ্র ও বৃহৎ সব কর্ম সম্পর্কে অবগতি রেখে সে অনুযায়ী তাদের কল্যাণ ও অকল্যাণ দ্বারা প্রতিদান দেন।

আল্লাহ তা'আলা বান্দার নির্ভুল হিসাব গ্রহণকারী। তাদের কর্মসমূহের হিসাবগ্রহণকারী। অতএব তাদের আপন কর্মের প্রতিদান দিবেন। ভালো করলে ভালো প্রতিদান, মন্দ করলে মন্দ। তাদের কর্মের প্রতিদান স্বরূপ যা প্রাপ্য তাই দিবেন। {এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন।}
[সূরা: আল-আন’আম, আয়াত: ৬২]

তিনি হিসাব সংরক্ষণকারী।

সৃষ্টিজগতের প্রকাশ্য অপ্রকাশ্য সর্ববিষয় নিখুঁতভাবে তাঁর আয়ত্বাধীন।

হে প্রতিপালক! হে সকলের জন্য যথেষ্ট সত্তা! আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের সরল পথ দেখান। আমাদেরকে অধিকহারে কল্যাণ দান করুন হে দয়াময়। {অবশ্য আল্লাহই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট}
[ সূরা: আন-নিসা, আয়াত: ৬]

নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণকারী, তিনি সকলের জন্য যথেষ্ট।

তিনি সকলের জন্য যথেষ্ট। বান্দার প্রয়োজনীয় ও অপরিহার্য সকল বিষয়ে তিনি যথেষ্ট। যে তাঁর প্রতি ঈমান আনে, তাঁর উপর ভরসা করে এবং দ্বীন ও দুনিয়ার প্রয়োজনীয় বস্তু তাঁর কাছে চায় তিনি অবশ্যই তার জন্য যথেষ্ট হয়ে যান।

Tags: