আল-ফাত্তাহ: আল্লাহ একমাত্র উন্মুক্তকারী

আল্লাহ একমাত্র উন্মুক্তকারী।

আল্লাহ একমাত্র উন্মুক্তকারী।

নিশ্চয় তিনি আল্লাহ, তিনি একমাত্র উন্মুক্তকারী। {তিনি ফয়সালাকারী, সর্বজ্ঞ}[সূরা: সাবা, আয়াত: ২৬]

তিনি উন্মুক্তকারী।

তিনি আমাদের জন্য নিজ রহমত উন্মুক্ত করে দেন। আল্লাহ তা'আলা বলেন: {আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই।}[সূরা: ফাতির, আয়াত: ২]

তিনি উন্মুক্তকারী।

আল্লাহ আমাদের সকলের জন্য তাঁর বরকত উন্মুক্ত করে দিন। আমাদের সবাইকে তাঁর দয়া ও অনুগ্রহ দান করুন এবং তাঁর ক্ষমা ও দান বাড়িয়ে দিন।

তিনিই আল্লাহ, যিনি হেদায়েত ও ঈমান দিয়ে বন্ধ হৃদয়সমূহ উন্মুক্ত করে দেন।

তিনি উন্মুক্তকারী।

তিনি উদারতভাবে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করেন এবং নেয়ামতের অজস্র ধারা বইয়ে দেন। জ্ঞান ও প্রজ্ঞার আলোসমূহ মানুষের জন্য উন্মোচন করেন এবং এর দ্বারা অন্তরসমূহ অলঙ্কৃত করেন। হৃদয়সমূহের সামনে ঈমানের দ্বার খুলে দিয়ে তাদেরকে পথের দিশা দেন।

আল্লাহ উন্মুক্তকারী।

যিনি বান্দাদের পেরেশানী দূর করেন। সকল চিন্তা বিদূরিত করেন। বিপদ ও সঙ্কট মুক্ত করে দেন।

আল্লাহ উন্মুক্তকারী।

হাশরের ময়দানে যিনি বান্দাদের মাঝে ন্যায়ভাবে ফয়সালা করবেন। তিনিই প্রশংসিত অভিভাবক।

নিশ্চয় তিনি আল্লাহ, উন্মুক্তকারী।

আল্লাহ উন্মুক্তকারী। যিনি নিজ শরীয়তের বিধিবিধান, আপন তাকদীর এবং প্রতিদান এর বিধানাবলী দ্বারা বান্দাদের মাঝে ফয়সালা করবেন। যিনি নিজ দয়ায় সত্যবাদীদের দৃষ্টি খুলে দেন। যেন তারা তাঁকে চিনে ভালবাসে ও তাঁর দিকে অনুতপ্ত মনে ধাবিত হয়। বান্দাদের জন্য আপন রহমত ও বৈচিত্রময় রিযিকের দ্বারসমূহ অবারিত করেন।

Tags: