আল-জাব্বার: আল্লাহ প্রতাপশালী

তিনি প্রতাপশালী।

আল্লাহ প্রতাপশালী

নিশ্চয় তিনি আল্লাহ, সর্বোচ্চ, সুমহান ও প্রচণ্ড প্রতাপশালী। আল্লাহ তা'আলা বলেন: {তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা'আলা তা থেকে পবিত্র।}[সূরা: হাশর, আয়াত: ২৩]

তিনি প্রতাপশালী।

তিনি ভগ্ন হৃদয় মেরামতকারী, তিনি পরাভূত মানুষের সাহায্যকারী, অভাবগ্রস্তদের অভাব মোচনকারী, পদস্খলিতদের স্খলন মোচনকারী, গোনাহগারদের গুনাহসমূহ মার্জনাকারী, শাস্তিপ্রাপ্তদের মুক্তদাতা, তাঁর ভালোবাসা পোষণকারীদের অন্তরে প্রশান্তিদানকারী।

তিনি প্রতাপশালী।

যিনি চির সমুন্নত এবং তাঁর মহান নেয়ামত পুরো সৃষ্টিজগতে বিস্তৃত।

তিনি প্রতাপশালী।

তিনি ঐ সত্তা প্রত্যেক বস্তুই যার পরিচয় জানে। প্রতিটি বস্তু তাঁর অনুগত এবং কোন কিছু তাকে অন্য কিছু থেকে বিস্মৃত করতে পারে না।

তিনি প্রতাপশালী।

তিনি প্রবল প্রতাপশালী, তিনি সমস্ত রাজ্য ও রাজত্বের একচ্ছত্র অধিপতি, তিনি সম্মানিত এবং মহান।

তিনি প্রতাপশালী।

তাঁর সম্মুখে বহু অহংকারীও বিনয়াবনত হয়ে পড়েছে। তাঁর সম্মুখে বহু বড়ত্ব প্রদর্শণকারীর অহমিকা চূর্ণ হয়েছে। বড় বড় রাজা-বাদশা, এবং শৌর্যবীর্যের অধিকারী নেতাগণ, তাঁর সামনে তুচ্ছ প্রমাণিত হয়েছে। অবাধ্য-অপরাধীরা তাঁর সামনে পদানত ও বিচূর্ণ হয়েছে।

নিশ্চয় তিনিই আল্লাহ, যিনি প্রচণ্ড প্রতাপশালী।

আল্লাহর গুনবাচক নাম 'আল-জাব্বার' বহুমুখী অর্থবোধক শব্দ। এর অর্থ একাধারে সুউচ্চ, সমুন্নত, মহাপরাক্রমশালী ও অতিদয়ালু, ভগ্ন হৃদয় ও অক্ষম দুর্বলদের অন্তরসমূহে প্রশান্তিদানকারী ও জোড়া প্রদানকারী এবং তাঁর কাছে যারা আশ্রয় চেয়েছে এবং তাঁর প্রতি মনোনিবেশ করেছে, তাদের প্রতি রহমকারী।

Tags: