আল-ত্তয়াহহাব: আল্লাহ দাতা ও দানশীল

আল্লাহ তিনি দাতা ও দানশীল।

আল্লাহ তিনি দাতা ও দানশীল।

নিশ্চয় আল্লাহ তিনি দানশীল ও দাতা।

হে নেয়ামতদানকারী! হে আশা পূরণকারী!! হে দয়াময়!!!

আমাকে আপনার সন্তুষ্টি দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে সৌভাগ্য ও করুণায় সিক্ত করুন।

আমাদের উপর অনুগ্রহ ও বদান্যতা দান করুন। কেননা আপনি অনুগ্রহ, বদান্যতা ও সম্মানের অধিকারী:{এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।}
[সূরা: আলে-ইমরান, আয়াত: ৮।]

«নিশ্চয় আল্লাহ তা'আলা মহৎ, তিনি মহত্ত্ব ও উন্নত চরিত্র পছন্দ করেন এবং মন্দ ও নিকৃষ্ট চরিত্র অপছন্দ করেন।» (-তিরমিযী।)

আল্লাহ তা'আলা মহা দানশীল।

তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা বঞ্চিত করেন।

আল্লাহ তা'আলা দানশীল।

তাঁর দানের কোন সীমা নেই এবং তাঁর অনুগ্রহ প্রতিহত করার ক্ষমতা কারো নেই। তিনি যখন কোন বস্তু কে লক্ষ্য করে বলেন: {'হয়ে যাও' তৎক্ষণাৎ তা হয়ে যায়।}
[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ১১৭।]

আল্লাহ তা'আলা মহা দানশীল।

তিনি বাহ্যিক এবং আধ্যাত্মিক রিযিক দান করেন, এবং এর দ্বারা তাঁর অনুগ্রহে নব্যতা সৃষ্টি করেন।

তম্মধ্য হতে একটি হলো, আল্লাহ তাঁর বান্দার অন্তরে কল্যাণমুখী ও উপকারী বিষয় উম্মুক্ত করে দেন। তাকে প্রজ্ঞা, সঠিক পথ প্রদর্শন, তাওফীক ও দুয়া কবুলের সৌভাগ্য দিয়ে থাকেন। এগুলো এবং এছাড়া এজাতীয় আরো যা আছে সবই আধ্যাত্মিক রিযিকের অন্তর্ভুক্ত যা তিনি অনেক মানুষকে দান করেছেন।

আল্লাহ তা'আলা মহা দানশীল।

তিনি দান করেন, দান থেকে বিরত থাকেন, ঊর্ধে উঠিয়ে থাকেন, নিন্মগামী করেন, সংযু্‌ক্ত করেন, বিচ্ছিন্ন করেন। নিশ্চয় তিনি সর্ব বিষয়ের উপর পূর্ণাঙ্গ ক্ষমতাবান।

আল্লাহ! নিশ্চয় তিনি দানশীল ও দাতা।



Tags: