আল-হক: আল্লাহ সত্য

আল্লাহ সত্য।

আল্লাহ সত্য।

নিশ্চয় আল্লাহ সত্য। {এগুলো এ কারণে যে, আল্লাহ সত্য} [সূরা: হজ্ব, আয়াত: ৬]

আল্লাহ সত্য।

তাঁর সত্তা ও গুণাবলী সত্য। গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহে তিনি পূর্ণতম। তাঁর গুনাবলী তাঁর সত্তার অপরিহার্য বিষয়। আর কোন বস্তুর অস্তিত্ব তাঁর অস্তিত্ব ছাড়া কল্পনাতীত। মহত্ব, সৌন্দর্য ও পূর্ণতার গুণে তিনি বিশেষায়িত ছিলেন, আছেন, থাকবেন। তাঁর অস্তিত্ব ও গুণাবলী চিরন্তন।

আল্লাহ সত্য।

তাঁর কথা সত্য, তাঁর কর্ম সত্য, তাঁর সাথে সাক্ষাৎ হবে- সত্য, তাঁর রাসূলগণ সত্য, তাঁর কিতাবসমূহ সত্য, তাঁর দ্বীনই প্রকৃত দ্বীন, একমাত্র তিনিই ইবাদাতের হকদার, তাঁর ইবাদাতে কোন অংশিদার নেই-এটা সত্য। প্রত্যেক বস্তু তাঁর কাছেই প্রত্যাবর্তন করবে, এটাই চূড়ান্ত সত্য। আল্লাহ তা'আলা বলেন: {এটা এ কারণেও যে, আল্লাহই সত্য; আর তাঁর পরিবর্তে তারা যাকে ডাকে, তা অসত্য এবং আল্লাহই সবার উচ্চে, মহান।}[সূরা: হজ্ব, আয়াত: ৬২]

নিশ্চয়ই আল্লাহ হক তথা সত্য।



Tags: