ইলাহ ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ

ইলাহ-এর অর্থ

ইলাহ-এর অর্থ:

ইলাহ: তিনি এমন উপাস্য যার আনুগত্য করা হয়। তিনি ইবাদাতের যোগ্য।{তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁর সাথে কাউকে শরীক করো না।}[সূরা: আন-নিসা, আয়াত: ৩৬]

{তিনি আল্লাহ তা'আলা, যিনি ছাড়া আর কোন মাবুদ নেই।} [সূরা: আল-হাশর,আয়াত: ২২]

আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই।

ইহা পরিশুদ্ধ একত্ববাদের কালিমা। এটি একটি মহান বিধান যা আল্লাহ তা'আলা বান্দাদের উপর ফরয করেছেন। ইসলাম ধর্মে এর গুরুত্ব অপরিসীম, ঠিক শরীরের মাঝে মাথার গুরুত্ব যেমন।

লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ:

অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই।

ইহা মূল দুটি বুনিয়াদ দ্বারা গঠিত।

প্রথম: প্রতাপশালী মহামহিম আল্লাহ ব্যতীত অন্য সকলের জন্য বাস্তবিক প্রভুত্বকে অস্বীকার করা।

দ্বিতীয়: সত্যিকার প্রভুত্বকে আল্লাহ তা'আলার জন্য সাব্যস্ত করা। অন্য কারো জন্য সাব্যস্ত না করা।