যখন 'ঈমান বিল্লাহ' বা আল্লাহর প্রতি বিশ্বাস অনুপস্থিত থাকে

যখন 'ঈমান বিল্লাহ' বা আল্লাহর প্রতি বিশ্বাস  অনুপুস্থিত থাকে

যখন 'ঈমান বিল্লাহ' বা আল্লাহর প্রতি বিশ্বাস অনুপস্থিত থাকে…

'আল্লাহর প্রতি ঈমান' মানব জীবনের এমন একটি বিষয় যা মানুষকে নানা উপাস্যের উপাসনা থেকে ইবাদাতের একমাত্র উপযুক্ত সত্তার ইবাদাতের দিকে ধাবিত করে দেয়।

মানুষের মধ্যে যখন আল্লাহর প্রতি বিশ্বাস অনুপস্থিত থাকে, তার অনিবার্য পরিণাম দাড়ায়, সঙ্কীর্ণ ও বিষাদময় জীবন। আর সেই দুঃসহ ও বিষাদের জীবন থেকে রেহাই পেতে বহু সমাজে আত্মহত্যার নানা উপায় আবিস্কার করা হয়েছে। সুতরাং ইসলামের নেয়ামত দান করায় প্রশংসা আল্লাহর প্রতি। আর এই নেয়ামতই যথেষ্ঠ। এপ্রসঙ্গে একটি সংবাদ শেয়ার করতে চাই:

দুনিয়া ত্যাগের নতুন পদ্ধতি:

আত্মহত্যার প্রবক্তা অষ্ট্রেলিয়ান "ফিলিফ নেতাশাকা" বলেন, কানাডা থেকে মেইল যোগে অর্ডার করা 'এক্জিট ব্যাগ' খ্যাত সুইসাইড মেশিন দেশের বহুল প্রচলিত পণ্যের অন্তর্ভুক্ত।

মেশিনটির বিক্রয় মূল্য (৩০) মার্কিন ডলার। তার সঙ্গে ছোট একটি বিশেষ প্লাষ্টিকের ব্যাগ সর্বরাহ করা হয়, যার সাহায্যে শ্বাসরোধের মাধ্যমে জীবন নাশ করা হয়।

'নেতাশাকা' অষ্ট্রেলিয়ান চ্যনেল 'এবিসি'কে বলেন, আত্মহত্যার মেশিনটি কিছুটা নিরানন্দ ও দুঃখদায়ক মনে হলেও প্রাণ নাশের জন্য অত্যন্ত কার্যকর।

তিনি আরো বলেন, এটা এখন সচরাচর ও প্রচূর পরিমাণে ব্যবহার করা হয় এবং উক্ত মেশিনের গুনাগুন ও সংশ্লিষ্ট বিষয়ে জানতে তার সঙ্গে প্রতিদিন বহু মানুষ কথা বলে থাকে।

এদিকে স্নায়ুতন্ত্রের জটিল ও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে নড়াচড়ায় অক্ষম এক ব্রিটিশ নারী তার স্বামীকে তার জীবন নাশে সহায়তার অনুমতি দানের জন্য সেদেশের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।

রেডিও লন্ডন বলেছে, 'দায়ান পেরেট্টি' নামক ৪২বছর বয়স্ক সেই মহিলা দুই বছর পূর্বে উপরোক্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে আত্মহত্যার জন্য তার স্বামীকে সহায়তা করার অনুমতি দেয়নি লন্ডন কতৃপক্ষ। আর সে কারণেই তিনি বিচার বিভাগের সহায়তা চেয়েছিলেন।

{আল্লাহ তা'আলা বলেন: যে আমার স্মরণ বিমুখ, তার জীবন হবে সংকুচিত ও সংকীর্ণ।} [সূরা: ত্বহা, আয়াত: ১২৪]



Tags: